স্টাফ রিপোর্টার ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের পক্ষ থেকে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল সকাল ৭টায় জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির সাথে মিলরেখে শহরের খুলনা রোড মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির। এসময় উপস্থিত ছিলেন মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল ইসলাম, সিল মেকানিক শেখ আমিনুর হোসেন, এনামুল ইসলাম, এনরোলমেন্ট এক্সিকিউটিভ, এমএসপিপিএল, মোঃ শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ, ডিএনপি শাখা, টাইগার আইটি বাংলাদেশ লিঃ, সেতু, এক্সিকিউটিভ, ডিআরসি শাখা, টাইগার আইটি বাংলাদেশ লিঃ, মোঃ আলমগীর হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ শরিফুর রহমান, মোঃ জিয়াদ আলী, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।