বুড়িগোয়ালিনী ( শ্যামনগর) প্রতিনিধিঃ নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি উদ্যোগে পবিত্র রমজান মাসের গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি গতকাল নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক সিগন্যালস্ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নেতৃত্বে ১৩০ জন প্রকৃত গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও নৈশভোজের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও, অত্র ব্যাটালিয়নের দায়িত্বাধীন উত্তর কৈখালী বিওপিতে ১০০টি প্রকৃত গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ইফতার ও নৈশভোজের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, পরানপুর বিওপির ৫০ জন, নিদয়া বিওপির ৫০ জন, দুরমুজখালী বিওপির ৫০ জন, কুলতলি বিওপির ৫০ জন, সাতহালিয়া বিওপির ৫০ জন, খুরমী বিওপির ৫০ জন, বাঁশঝাড়িয়া বিওপির ৫০ জন, উকসা বিওপির ৫০ জনসহ সর্বমোট ৬৩০ প্যাকেট ইফতার ও নৈশভোজের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর শাহ্ রেজা আল-ফামি, এএমসি, এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার শাহ্ খালেদ ইমাম।