ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অভিযানে পাসপোর্ট বিহীন বাংলাদেশের প্রবেশের চেষ্টায় ৪ জনকে ছাত্রীকে আটক করা হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাঁড়ী নামক স্থান হতে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন শহরের ইটাগাছা ঘোষপাড়া এলাকার মৃত নির্মল কুমার সরকারের পুত্র মোহন কুমার সরকার (৩৯) তার স্ত্রী অনামিকা সরকার (৩৫), ঐ এলাকার প্রকাশ দাসের স্ত্রী সুষমিতা সরকার (২৭) তার পুত্র আবির দাস(৪)। ভোমরা বিওপিতে কর্মরত সুবেদার মোঃ জহিরুল ইসলাম জানান, বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাঁড়ী নামক স্থান হতে পাসপোর্ট ছাড়া অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় বাংলাদেশী নাগরিক (ধুর) কে আটক করি।আটক কৃতরা জানান, তারা সবাই একই পরিবারের সদস্য এবং গত তিনদিন আগে ভারতের ঘোজাডাঙ্গায় এক আত্মীয়ের বাসায় দোল উৎসবে অংশগ্রহণ করার জন্য গমন করেন। আটককৃত দের বিরুদ্ধে মামলা পূর্ব সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।