যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার সাথে অর্থনীতির উন্নয়ন বিশেষ ভাবে সম্পর্কিত। বাংলাদেশকে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বর্তমান সময়ে উন্নতির শিখরে। অতিতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময়ে আমাদের দেশের যাতায়াত ব্যবস্থা অধিকতর উন্নয়ন ঘটেছে। দেশের অন্যতম সম্ভাবনাময় ও অর্থনৈতিক উন্নয়নের দেশ হিসেবে সাতক্ষীরার পরিচিতির শেষ নেই। সাতক্ষীরা অভ্যন্তরীন রাজস্ব উপার্জনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। এখানেই শেষ নয় সাতক্ষীরা বৈদেশিক মুদ্রা উপার্জনের শ্রেষ্ঠত্বের কাতারে অবস্থান করছে। সাতক্ষীরার অর্থনীতিতে চিংড়ী শিল্পের সম্পর্ক বিশেষ ভাবে কাঙ্খিত। দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনে দেশের অন্যতম জেলা হিসেবে সাতক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জেলা সাতক্ষীরা বর্তমান সময় গুলোতে সাতক্ষীরা যানজটের জেলা হিসেবে পরিচিতি পেয়েছে। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র বর্তমান সময় গুলোতে কেবলমাত্র যানজট নয় শব্দ দুষণ আর কথিত চিকিৎসকদের উপস্থিতি এক ধরনের অস্বস্থিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রের পাশাপাশি সংযোগ সড়ক গুলোতে চলছে যানজটের মহাউৎসব। সাতক্ষীরার শহরের যানজটের জন্য বিশেষ ভাবে দায়ী কথিত ইঞ্জিনভ্যান, ট্রাক এবং অনাকাঙ্খিত যানবাহন, শহরের পাশাপাশি সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের বিভিন্ন অংশ খানা খোন্দকে পরিনত হয়েছে। দেশের অর্থনীতির কাঙ্খিত এবং অতি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে বিশেষ প্রতিবন্ধকতা যানজট। আর তাই অবিলম্বে যানজট নিরসনে কর্তৃপক্ষকে বিশেষ উদ্যোগী হতে হবে তবেই না যাতায়াতে ও যোগাযোগে স্বস্তি ফিরবে।