বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ মার্চ বুধবার সকাল ১০ টায় প্রান্তিক হাসিমুখ এর আয়োজনে ড. আবু ইউসুফ আবদুল্লাহ এর সার্বিক সহযোগিতায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম সফু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত ৪৭৫ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল প্রমুখ।