স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সংগঠনের আয়োজনে সংগঠনের সভাপতি ও জেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে সম্মানতি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবকে মন্ত্রী ডা: আফতাবুজ্জামান, পৌরসভার সচিব মোঃ লিয়াকত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আ,ম আক্তারুজ্জামান মুকুল, সহ সভাপতি পুলক কুমার পাল, কেএম মুজাহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়র, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য ডা: তনয় কৃষ্ণপাল, সুতপা রায় টুম্পা, আসাদুজ্জামান আসাদ, আব্দুল সালাম প্রমুখ। এছাড়া সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান রাসেল।