বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭ রমজান নূরনগর ক্যাটারিং সার্ভিস এর আয়োজনে নূরনগর পুরাতন মৎস্য সেট সংলগ্ন আব্দুল আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, আলেম ওলামায়ে কেরামগন, ক্যাটারিং সার্ভিসের কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিভাগ) এস এম ফজলুর হক, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ শওকত ওসমান, সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন, আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, আ’লীগ নেতা মোঃ মুনির আহমেদ, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, নূরনগর মানবতা কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক শেখ আল মামুন, কৈখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ নাজমুল হক, ক্যাটারিং সার্ভিসের উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ সহ ক্যাটারিং সার্ভিসের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারি মোঃ হাবিবুর রহমান হাবিবি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ শাহজাহান সিরাজ।