কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ দিশারী’র উদ্যোগে এতিম , প্রতিবন্ধী, বিধবা ও অসহায় দারিদ্র্য শ্রেণীর মানুষের মাঝে রমজান উপলক্ষে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় দিশারীল পধান কার্যালয়ে দিশারী’র সাধারণ সম্পাদক শেখ এবাদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, ইয়ুথ টিম লিডার আমিরুল ইসলামের সার্বিক সঞ্চালনায় মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার এস. এম. আকরাম হোসেনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী যুব উন্নয়ন অফিসার এস. এম. আহসান হাবীব। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্থার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছা সেবকরা ইফতার সামগ্রী এতিম , প্রতিবন্ধী, বিধবা ও অসহায় দারিদ্র্য শ্রেণীর মানুষের মাঝে হস্তান্তর করেন।