স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সদরের রইচপুর জামে মসজিদের মুসল্লীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু। নামাজের পর মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, রইচপুর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ কবির হোসেন, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধাঃ সম্পাদক আব্দুল কাদের, ইমাম মাওলানা আব্দুর রহিম সহ স্থানীয় মুসল্লিরা ও নেতৃবৃন্দ।