বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৮ রমজান শ্যামনগর সদর মোটরসাইকেল চালক সমবায় সমিতির আয়োজনে সমিতির কার্যালয় সংলগ্ন এফ এম সুপার মার্কেটে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, মোটরসাইকেল চালক সমিতির কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মোঃ ছাবের মিস্ত্রি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল, জেলা যুব লীগের সদস্য আব্দুস সালাম সহ মোটরসাইকেল চালক সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ কামরুজ্জামান।