বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর শ্রীরিফলকাটি গ্রামের সবজি ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান (৩৪) জুম্মা নামাজরত অবস্থা সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইউনিয়নের শ্রীরিফলকাটি গ্রামের মৃত আব্দুল বারী গাজীর পুত্র। পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ১৮ রমজান বেলা সাড়ে ১১টায় প্রতিদিনের ন্যায় গোসল সেরে শ্রীফলকাটী গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদে জুমার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার সময় প্রথম রাকাতে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ শিশুকন্যা, স্ত্রী, ২ ভাই, ১ বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরুহুমের জানাজা নামাজ আসর নামাজ বাদ শ্রীফলকাটি দাওরা হাদিস মাদ্রাসা ময়দানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, আলেম ওলামায়ে কেরামগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ ইউসুফ বলেন, জামাতে নামাজ চলাকালীন সময়ে শাহিনুর প্রথম সেজদায় গেলে আর ওঠেনি। নামাজ শেষে দেখা যায় সে আর পৃথিবীতে নেই। এমন মৃত্যু আমার ও সকলের যেন হয় এই কামনা করি। তার মৃত্যুতে পরিবার সহ অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।