পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার কৃষকবান্ধব সরকার। এ জন্য এ সরকারের সময়ে দেশের কৃষকরা যেমন ভালো আছে তেমনি কৃষিতে এসেছে অভাবনীয় সাফল্য। তিনি বলেন, কৃষি হচ্ছে গ্রামীন অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি এবং কৃষকের উন্নয়ন ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এমপি রশীদুজ্জামান বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ শুরু করেছিলেন। যার সুফল পেয়ে ওই সময় এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করেছে। কালের বিবর্তনে আশি’র দশকে এ অঞ্চল গ্রাস করে নেয় লবণ পানি। লবণ পানির আগ্রাসনে এখানকার কৃষি, পরিবেশ, প্রাণ ও প্রকৃতি ধ্বংস হয়ে গিয়েছে। যে কোন উপায়ে লবণ পানির অগ্রাসন থেকে এ অঞ্চলের পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে হবে। তিনি বলেন, কৃষি চাষাবাদে অতিতের সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। ঘরে ঘরে স্মার্ট কৃষক ও কৃষি উদ্যোক্তা তৈরী করতে হবে। ফসলী জমির বহুমুখী ব্যবহার করতে হবে। তিনি আগামী আমন মৌসুমে চিংড়ি ঘেরের এক ইঞ্চি জায়গাও ফেলে না রেখে ধান চাষ করতে সকলের প্রতি আহবান জানান। তিনি রোববার দুপুরে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী রাধা গোবিন্দ মন্দির চত্তরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলায় কৃষির বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রযুক্তির সম্প্রসারণের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষক সমাবেশের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, কৃষিবিদ ড. ফেরদৌস, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগনেতা এসএম আয়ুব আলী, গাজী মিজান, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ইউপি সদস্য সরৎ চন্দ্র মন্ডল, আয়ুব আলী সরদার, আক্তার হোসেন গাইন, আব্দুল মোমিন, রমেশ চন্দ্র বর্মণ, নাছিমা আক্তার, গাউস সরদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, আবুল কালাম আজাদ, আতাউল্লাহ, ফয়সাল আলম, আকরাম হোসেন, সোহাগ হোসেন, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, সুব্রত দত্ত, এনামুল হক, তাপস সরকার, সুমিত দেবনাথ, মুনিয়া রুবাইয়া, মফিজুল ইসলাম, শামীম আফজাল, দেবদাশ, নাহিদ মল্লিক, সরাজ উদ্দীন, মৃণাল, ময়না বেগম, কৃষক বিজয় কৃষ্ণ রায়, জ্যোতিকা রায়, মলয় মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, স্বেচ্ছাসেবক লীগনেতা রাজিকুজ্জামান সুমন, মৎস্যজীবী লীগনেতা হামিম সানা, ছাত্রলীগনেতা আরিফ আহম্মেদ জয় ও ফয়সাল আলম।