শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার মাড়িয়ালা শেড বাজার জামে মসজিদে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাউছুল হোসেন রাজ এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আশাশুনির চাপড়া গ্রামের কৃতি সন্তান, চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব গাউছুল হোসেন রাজ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে গতকাল মাড়িয়ালা শেড বাজার জামে মসজিদে তার পক্ষ্য থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং মাগরিবের নামাজান্তে উপস্থিত সকলের সঙ্গে তিনি মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি (রাজ)বলেন-আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যদি আপনাদের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তবে সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও বাক স্বাধীনতা ফিরিয়ে দেব। গরীবের হক বুঝিয়ে দিব এবং প্রতিটি মানুষ স্বাধীনভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে চলার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মাড়িয়ালা শেড বাজার জামে মসজিদ সংলগ্ন মার্কেটের স্বত্বাধিকারী অবঃ শিক্ষক আলহাজ্ব রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী, শহিদুল ইসলাম,স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম (বাচ্চু) আলহাজ্ব জয়নুল আবেদীন সহ শেড বাজারের ব্যবসায়ীগণ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাউছুল হোসেন রাজের সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।