বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ২০ রমজান নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পরিষদের কর্মকর্তা-সদস্য, আলেম ওলামায়ে কেরামগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিশু সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নূরনগর পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ সওকাত ওসমান, সমাজসেবক ডাঃ মোঃ রুহুল আমিন, আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনির আহমেদ, কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, মোঃ মনিরুজ্জামান মিশুক, কবি ক ম সোহরাব সফরী, শাকিল আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওঃ আব্দুল হান্নান।