দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর বাজার জামে মসজিদের মুসল্লিদের সাথে ইফতার করলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। গতকাল বিকালে দক্ষিণ শ্রীপুর বাজার জামে মসজিদ কমিটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি এসএম আতাউল হক দোলন ইফতারের পরে মুসল্লিদের উদ্দেশে বলেন, সবার সাথে ইফতারের আগে একত্রিত হয়ে বেশ ভালো লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনাদের সাথে মহান আল্লাহ ইফতারি করার সুযোগ করে দিয়েছেন।আমি আসবো সব সময় আপনাদের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মেহেদী হাসান সুমন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, দক্ষিণ শ্রীপুর বাইতুল সালাম জামে মসজিদের সভাপতি আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গাজী,কালিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি জাকির হোসেন, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীগন।ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিন শ্রীপুর বাজার জামে মসজিদের ইমাম মাওঃ মাহাবুব আলম।