দেবহাটা অফিস ॥ ঈদুরের উৎপাতও অত্যাচার হতে কৃষি উৎপাদন কে রক্ষা করতে নিজ ধান ক্ষেতে ঈদুর নির্মুলের লক্ষ্যে বৈদ্যুতিক ফাঁদ পাতলে সেই ফাদেই মৃত্যুমুখে পতিত হলো দেবহাটার চাঁদপুরের কৃষক গোলাম রসুল (৩৮) নিহত কৃষক চাঁদপুর গ্রামের অজিজার রহমানের পুত্র। ঘটনাটি ঘটেছে রবিবারে। গত রবিবার নিহত গোলাম রসুল অন্যান্যদের ন্যায় সেদিন ও ধান ক্ষেতে ধানের পরিচর্যার জন্য গেলে স্থানীয়রা তাকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখলে উদ্ধার করে সখিপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহত কৃষক গোলাম রসুলের মৃত্যুতে এলাকায় শোকাহত পরিবেশ বিরাজ করছে। অত্যন্ত নিরীহ এবং সদালাপি ছিলেন তিনি। জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়েছে।