শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

বেড়েই চলেছে ওষুধের মূল্য বৃদ্ধি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

দৃষ্টিপাত রিপোর্ট ॥ মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে জীবন রক্ষাকারী ঔষধের অতীতের যে কোন সময় অপেক্ষা আমাদের দেশের চিকিৎসক ব্যবস্থা যেমন অতি উচ্চতায় পৌছেছে অনুরুপ ভাবে চিকিৎসা ব্যবস্থার পরিপুরক ঔষধের মূল্য দিনেদিনে এতটুকুবৃদ্ধি পেয়েছে যা সাধারন রোগীদের জন্য অতি কষ্টের কারনে পরিনত হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ঔষধ বিনামূল্যে দেওয়া হয় যে কারনে সরকারি হাসপাতাল মুখি হচ্ছে অপেক্ষাকৃত কম আয়ের মানুষেরা। এখানেও কথা থেকে যায় জটিল এবং কঠিন রোগের বহুবিধ ঔষধের সবগুলো আবার সরবরাহ না থাকায় বাইরের ফাম্নের্সী হতে ক্রয় করতে হয়। ঔষধের মূল্য বৃদ্ধির পাশাপাশি সংযোজন হয়েছে ভেজাল ঔষধ। এক শ্রেনির মানুষরুপি অমানবিক মহল বাজারে বিভিন্ন প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানীর লেবেলে নকল ঔষধ সরবরাহ করছে। সহজ সরল রোগীরা উক্ত নকল ও ভেজাল ঔষধ সেবনে রোগ নিরাময় তো দুরের কথা আরও জটিলতার রোগে আক্রান্ত হচ্ছে। গত আঠাশ মার্চ রাজধানী ঢাকায় বিভিন্ন ঔষধ কোম্পানীর নামিদামি ব্রান্ডের মোড়কে ভেজাল ঔষধ বিক্রির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ভেজাল ঔষদ বিক্রি ও সরবরাহ গণহত্যার সামিল। বাজারে ইতিপূর্বে অপেক্ষাকৃত সামান্য রোগের ঔষধ ভেজাল সরবরাহ থাকলেও সাম্প্রতিক সময় গুলোতে হৃদরোগ, ক্যানসার, লিভার, কিডনি সহ প্রাণঘাতি রোগের ভেজাল ঔষধ দুষ্টচক্র সরবরাহ করছে। রোগে যতুটুকু না ক্ষতি হচ্ছে মানবদেহের সে অপেক্ষা অধিকতর ক্ষতি হচ্ছে এমনকি মৃত্যুমুখে পতিত হচ্ছে ভেজাল ঔষধের কারনে। গহত সপ্তাহে খুলনায় বিপুল পরিমান নকল ওষুধ ও ওষুধ তৈরীর সরঞ্জাম সহ মাসুদ নামের এক ব্যক্তিে গ্রেফতার করেছে পুলিশ। খবরে প্রকাশ নকল ওষুধের পাশাপাশি ওষুধের কাঁচামল, ফয়েল পেপার, ওষুধের ব্যবহার বিধি নির্দেশনা পত্র। প্যাকেটিং ব্যাটারিয়াল ও ওষুধ তৈরীর যন্ত্রপাতিউদ্ধার করা হয়। বিক্রির জন্য প্রস্তুত পাঁচশত প্যাকেট ভেজলার ওষুধ জব্দ করা হয়। হুহুকুরে ঔষধের মূল্য বৃদ্ধির যাতাকালে রোগীরা। কেবল নিম্নবিত্ত বামধ্যবিত্ত নয় উচ্চবিত্তের পরিবারের সদস্যরাও মুল্য বৃদ্ধির ্ওষুধ ক্রয়ে হিমসিম খাচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে গত দুই মাসেবিভিন্ন কোম্পানী তাদের উৎপাদিত ওষুধের দাম মাত্রারিক্ত বৃদ্ধি করেছে। অন্তত পঞ্চাশ ধরনের ওষুধের মূল্য বিশ থেকে সর্বোচ্চ একশত চল্লিশ শতাংশ বৃদ্ধি করেছে। খোজনিয়ে জানাগেছে সর্বাপেক্ষা বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট,ডয়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম, পাশাপাশি উচ্চরক্ত চাপ,হৃদরোগ,হাঁপানি,জ্বর সর্দি কাশির ট্রাবলেটও সিরাপের । ওষুধের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও দাম বেড়েছে। বিভিন্ন ফাম্নের্সী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে গত এক বচরে কোন কোন ওষুধের মূল্য নব্বই শতাংশ পরিমানে বেড়েছে। একই ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানীূর ভিন্ন ভিন্ন মূল্য এক্ষেত্রেও রোগীরা বিভ্রান্তি হচ্ছে। এ ক্ষেত্রে এক শ্রেণির চিকিৎসকরা পছন্দের কোম্পানীর ঔষধ যেমন ব্যবস্থাপনা লেখেন অনুুপ ভাবে বেশী বেশী ঔষুধ লেখার প্রবনতাও লক্ষনীয়। রোগী সাধারন ক্ষোভ এভাবেই প্রকাশ পায় কোন কোন চিকিৎসক রোগী অপেক্ষা ঔষধ কোম্পানীর স্বার্থ বেশী বেশী রক্ষা করে চলেছে। এন্টিবায়োটিক ঔষুধ সেফোটিল প্লাস (৫০০ এমজি) ৫০ থেকে ৬০ টাকা,মক্সামিলিন (১০০ মিলি) সিরাপ ৪৭ টাকা থেকে ৭০ টাকা, উচ্চ রক্তচাপের প্রতি পিচ বিসকোর (২.৫ এমজি)৬ থেকে ৭ টাকা অনুরুপ ভাবে বিমোপ্রো সহ রক্তচাপের অন্যান্য সব ধরনের ্ওষুধের মূল্য বেড়েছে এলার্জির প্রতি পিস ফেক্সো (১২০ এমজি ও মুল্য বেড়েছে, শিশুদের নাকের এন্টাজল ০.১ ড্রপ ১১ টাকাথেকে ২০ টাকা, আমাশয় রোগীদের জন্য ব্যবহৃত প্রতি পিস প্রোবায়ো ক্যাপসুল ১৪ টাকাহতে ২৫ টকায় বেড়েছে ক্লানজিল, ফিলমেট, এ্যামোডিসের মুল্য ডায়বেটিসের প্রতিটি (কমপ্রিট) (৪০ এমজি) ট্যাবলেট ৭ টাকা হতে ৮ টাকা কাশির তুস্কা সিরাপ (১০০মিলি) সিরাপ ৮০ থেকে ৮৫ টাকা,ফেক্সো (৫০ মিলি ) সিরাপ ৫০ টাকা থেকে ৫৫ টাকা, ক্যালসিয়ামের এক কৌটা নিউরো-বি ট্যাবলেট মূল্য ২৭০ টাকাহতে ৩০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। শিশুদের জ্বরের জন্য নাপা সিরাপ (৬০ মিলি) ২০ টাকা হতে ৩৫ টাকায় উঠেছে। প্রতিপিস ফেনাডিন (১২০) ৩৫ থেকে নাও নেহাল সিরাপ ৬০ টাকা হতে ৭৫ টাকা হয়েছে। শাসকষ্টের মোনাস ১০ ট্যাবলেট ১২ টাকা থেকে ১৬ টাকায় পৌচেছে। একাধিক ঔষধের কেন্দ্রীয় ভাবে অর্থাৎ কোম্পানী হতে মূল্য বৃদ্ধি অন্যদিকে এক শ্রেনির ফার্মেন্সী ব্যবসায়ীরা ইচ্ছামত ঔষধের মূল্য নির্ধারন করছে। ঔষধ ক্রেতারাই একমাত্র ক্রেতা যারা ্ওষুধের দরদাম করে না আর আমাদের দেশের বাস্তবতায় ্ওষধের দরদাম সংস্কৃতি গড়ে ওঠেনি। ঔষুধেরমূল্য বৃদ্ধি রোধ জরুরীূ পাশাপাশি ভেজাল ও নকল ওষুধের অনুপ্রবেশ রোধ করতে হবে একই সাথে ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের চিহিৃত করন সহ আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমুলক শাস্তিনিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com