এফএনএস স্বাস্থ্য: চোখ প্রত্যেকটি প্রাণীর জন্যই প্রয়োজনীয়। চোখের ক্ষতি হওয়া মানেই জীবন অচল হয়ে যাওয়া। তাই এর যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় অসাবধানতাবশত চোখে আঘাত লাগে। আবার চোখের কর্নিয়ায়ও আঘাত লাগতে পারে। অনেকেই আছেন, যাঁরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজের মতো করে ঘরোয়া চিকিৎসা করে থাকেন। এতে চোখের অনেক বড় ক্ষতি হতে পারে। তাই এমন কাজ ভুলেও করবেন না। কর্নিয়া হচ্ছে, চোখের সামনের ভাগের স্বচ্ছ একটি অংশ। স্বাভাবিক দৃষ্টির জন্য কর্নিয়া স্বচ্ছ থাকা জরুরি। স্বচ্ছতার কারণে এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে এবং পেছনের রেটিনার ওপর পড়তে পারে। তখন আমরা দেখতে পাই।
আঘাতের কারণ
বিভিন্নভাবে কর্নিয়ায় আঘাত লাগতে পারে। যেমন—
* চোখে নখের আঁচড় বা হাতের ঘষা লাগতে পারে।
* কোনো বস্তু ছিটকে এসে লাগতে পারে।
* কোনো ধারালো বস্তু ঢুকে যেতে পারে যেমন : পেনসিল, কলম, কাঁচি সুই ও তীর।
* ঝালাইয়ের কাজের সময় কোনো ধাতব কণা ছিটকে চোখে লাগতে পারে।
* চোখ প্রচন্ডভাবে চুলকালে আঘাত লাগতে পারে।
* কর্নিয়ায় চুন বা এসিড পড়তে পারে।
* কর্নিয়ায় খেলনা দিয়ে আঘাত লাগতে পারে।
* সড়ক দুর্ঘটনায় কর্নিয়ায় আঘাত লাগতে পারে।
যেসব ক্ষতি হতে পারে
* কর্নিয়ায় ঘষা লেগে ওপরের অংশ উঠে যেতে পারে।
* ধারালো কোনো আঘাতের কারণে কর্নিয়া ছিদ্র হয়ে যেতে পারে।
* এই ছিদ্র দিয়ে চোখের ভেতরের পানি বের হয়ে যেতে পারে।