মেহেদী হাসান খালিষখালী (পাটকেলঘাটা) থেকে ॥ পাটকেলঘাটার খলিশখালীতে খলিষখালি পল্লীমঙ্গল মাঠ কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী পল্লীমঙ্গল মাঠে কে পি এল ঃ২০ ৮দলীয় না আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কৃতি খেলোয়াড় শিমুল কবির ও তানভীর হোসেন অভির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোল্লা সাবির হোসেন, উপস্থিত ছিলেন মিজানুর রহমান চঞ্চল, বিজিবি সদস্য আমিনুল ইসলাম সহ প্রাক্তন খেলোয়াড় বৃন্দ। উদ্বোধনী ম্যাচে তালা ক্রিকেট একাদশকে ৫ উইকেটে হারিয়ে সাতক্ষীরা ক্রিকেট একাদশ জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাজন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাবেক খেলোয়াড় অমিত মিত্র ও গৌতম মিত্র। ধারাভাষ্যে ছিলেন দেবাশীষ সিংহ ও সৌরভ মিত্র। উল্লেখ্য উক্ত টুর্নামেন্ট বিজয়ী দলকে ১২০০০ টাকা ও পরাজিত দলকে ৮ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হবে।