আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আরশাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, নারী ও শিশু ২২৯/০২ নং মামলার আসামী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত দাউদ আলী মিস্ত্রীর ছেলে মোঃ আরশাদ আলী মিস্ত্রি (৬০)কে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে র্যার-৬ এর সহযোগিতায় আশাশুনি থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।