খুলনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মৃত্যুজনিত ও অস্বচ্ছল সাংবাদিকদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে ডুমুরিয়া উপজেলার মৃত্যুজনিত সাংবাদিক উদয় চক্রবর্ত্তীর স্ত্রী প্রতিমা চক্রবর্ত্তী ও ২৪ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ। খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এ অনুষ্ঠানের আয়োজন করে।-তথ্য বিবরণী