স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদরের আলীপুর মানবকল্যাণ যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ২০২৪ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে আলীপুর বুলারআটি সরদারবাড়ী মানবকল্যাণ যুব সংঘের সামনে যুব সংঘের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক মোঃমিজানুর রহমান মিজান। তিনি ঈদ সামগ্রী বিতরণ কালে বলেন, মানব কল্যাণ সংস্থাটি এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা ঈদ সহ দুঃসময়ে মানুষের পাশে থেকে আর্থিকভাবে সহায়তা করে। বুলারআটি সরদারবাড়ী মানবকল্যাণ যুব সংঘের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান, মোঃ এবাদুল্লাহ আল ফারুক, মোঃ আব্দুল জব্বার, মোছাঃ হাসিনা খাতুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বুলারআটি সরদারবাড়ী মানবকল্যাণ যুব সংঘের কার্যনির্বাহী সংসদরা মোঃ আবু সাঈদ, মোঃ আব্দুর রহমান, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ আয়ুব হোসেন, মোঃ নয়ন, মোঃ তানভীর,মোঃ মিজানুর, মোঃ নাফিজ,মোঃ ফাহিম। এ সময় এলাকা দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। সমগ্র পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।