দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সরদার আহমাজদ হোসেন সহ অন্ততঃ পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সখিপুরস্থ শেখ রাসেল ফুটবল মাঠ দিয়ে সরদার আমজাদ হোসেনের পারিবারীক ধান ক্ষেত ও মৎস ঘেরে সেচ দিয়ে পানি দেওয়াকেকেন্দ্র করে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানাগেছে গত কয়েক বছর পূর্বে এলাকাবাসির উদ্যোগে শেখ রাসেল ফুটবল মাঠ তৈরী করা হয় এব বর্তমান চেয়ারম্যান মাঠ তৈরীতে এলাকাবাসিকে নিয়ে তৎপরতা পরিচালনা করেন। ইউনিয়ন আ’লীগ সভাপতি সরদার আমজাদ হোসেনের সহোদর আবুল হোসেন ও তার পুত্র আজহারুল ইসলাম উক্ত মাঠ দিয়ে তাদের মৎস্য ঘেরে ও ধান ক্ষেতে পানি নিচ্ছেলেন যা মাঠটির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বিধায় চেয়ারম্যান সাইফুল ইসলাম মাঠ দিয়ে পানি না নেওয়ার জন্য তাগিদ দেয় এব পানি প্রবাহবন্ধ করতে বলে এসময় বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। ইত্যবসরে পর পর পরস্পরের প্রতি মারমুখি হলে চেয়ারম্যান মাথায় আঘাত পান। চেয়ারম্যানের আহত হওয়ার খবর জেনে তার সমর্থকরা উপস্থিত হয়ে আবুল হোসেন, আজহারুল ইসলাম, আব্দুর গফুর, কর্মচারী রাজু আহত হয়। ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে গোলযোগ হচ্ছে এমন খবর পেয়ে সরদার আমজাদ হোসেন স্থানীয় আব্দুল মজিদ সরদার কে নিয়ে শেখ রাসেল মাঠে উপস্থিত হলে শেখ রাসেল মাঠে অবস্থানরত চেয়ারম্যানের সমর্থকরা তার উপর হামলা করলে তিনি আহতহন। আকস্মিক হামলায় তিনি হতভম্ব হয়ে পড়েন। গোলযোগে বা পানি দেওয়ার সাথে তিনি জড়িত নয় বলে জানান তারপর ও তার উপর হামলা সাধারন মানুষের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান হামলায় তিনি জ্ঞান হারা হন। চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান তিনি চেয়ারম্যান হওয়ার পূর্বে স্থানীয় যুব সমাজ এবং এলাকাবাসিকে নিয়ে শেখ রাসেল মাঠ নির্মানে বিশেষ ভূমিকা রাখেন। মাঠটির রক্ষনাবেক্ষন এবং বছরে কয়েকটি খেলা ও পরিচালনা করা হয়। তিনি আরও জানান ঈদের পরে মাটিতে একটি টূর্নামেন্টের প্রস্তুতি চলছে। চেয়ারম্যান আরও বলেন আমি ব্যক্তিগত স্বার্থে নয় মাঠরক্ষার স্বার্থেই মাঠ দিয়ে পানি নিতেনিষেধ করেছি। এ ঘটনায় চেয়ারম্যান সাইফুল ইসলাম, আ’লীগ ইউনিয়ন সভাপতি সরদার আমজাদ হোসেন সহ অন্যান্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দেবহাটা থানায় চেয়ারম্যান বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে জানান পুলিশ।