স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমস্বয় কমিটির উন্নয়ন সংলাপের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির আয়োজনে গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও সংগঠনের সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জেলা নাগরিক অধিকার উন্নয়ন কমিটির দাবি গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগউপযোগী দাবী গুলি বাস্তবায়ন হলে সাতক্ষীরা উন্নয়ন অন্যন্য উচ্চতায় পৌছাবে। ইতিমধ্যে নাগরিক অধিকার বেশকিছু দাবি পুরন হয়েছে। কিছু দাবি বাস্তবায়নের চুড়ান্তপর্যায় তিনি আরো বলেন, নাগরিক কমিটি জেলার উন্নয়নে দাবি গুলি নিয়ে ইতিপূর্বে সংসদ সদস্য ও প্রশাসনেরকর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় মতবিনিময় করেছেন। সাতক্ষীরায় উন্নয়নে নাগরিক কমিটির দাবিগুলি নিয়ে সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা সহ সাতক্ষীরাকৃতি সন্তানের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংলাপ করা হবে। এটি সম্পর্নের পর নাগরিক কমিটির দাবি গুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে মনে করছি। সম্মানিত অতিথিরা ও জেলার উন্নয়ন নাগরিক দাবির সাথে একমত পোশন করেন। পাশাপাশি দাবি গুলি বাস্তবায়নে জন্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি শেখ আজহার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধকমিটির সভাপতি ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি মো: আমজাদ হোসেন, সাধারন সম্পাদক ইবাল হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি কবি কামরুল ইসলাম ফারুক, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, জাতীয় পুরস্কা প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, ফারহা দিবা খান সাথী, মো: আশরাফুল করিম, এসএম আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী সুজন, মঈন উর রশিদ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মো: কামরুজ্জামান রাসেল, আবু জাফর সিদ্দিকী, মো: মোস্তাফিজুর রহমান, মো: ইসমাইল হোসেন, শরিফুজ্জামান, রেজাউল করিম, আকবরহোসেন, আমিরুল ইসলাম, জিএম সালাহউদ্দীন, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, এসএম মহিদার রহমান, মো: হাফিজুর রহমান, মুছা করিম, সৈয়দ রেজওয়ান আলী,মীর তাজুলইসলাম রিপন। দোয়া পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি মো: আব্দুর রব ওয়ার্ছি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো:মশিউর রহমান বাবু।