কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ শে রমজান কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের আয়োজনে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে সংগঠনের সহ সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এডঃ শেখ কামাল রেজা, কলারোয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ আরাফাত হোসেন, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মুফতি মতিউর রহমান, সহকারী অধ্যাপক মোঃ তৌহিদুর রহমান, এড,কাজী আবদুল্লাহ আল হাবিব, মোঃ লাবলু,সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মোঃ সাজেদ, মোঃ আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান। কলারোয়া পৌরসভার মেয়র বলেন, কলারোয়া ইলেকট্রনিকস মিস্ত্রি গন একটি ঝুকিপূর্ণ কাজ করেন, শ্রমিক ভাইদের জন্য দোয়া করি এবং তাদের সুযোগ থাকলে সহযোগিতা করার আশ্বাস দেন। কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক এর পরিচালনায় কলারোয়ার সমগ্র ইলেকট্রিশিয়ানগন, সুধীজন,ও সাংবাদিক বৃন্দ দোয়া অনুষ্ঠানে শরীক হন।দোয়া পরিচালনা করেন কলারোয়া উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মতিউর রহমান।