শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতক্ষীরা আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও হাফেজদের পাগড়ী প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা আহছানিয়া মিশনে এতিমখানা-কাম-লিল্লাহ বোর্ডিং পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা আহছানিয়া মিশনে এতিমখানা-কাম-লিল্লাহ বোর্ডিংয়ের আয়োজনে গতকাল বিকালে উক্ত এতিমখানার তৃতীয় তলায় আহসানিয়া মিশন দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রব ওয়ার্ছীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। তিনি বলেন, সাতক্ষীরা আছেনিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসার অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষকরা পাঠদান করান। এখান থেকে প্রতি বছর হাফেজ শিক্ষার্থীরা পাগলি প্রদান করা হয়। তিনি এই মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সহ হাফেজদের ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখার উপস্থিত ছিলেন, আলহাজ্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন, আহসানিয়া মিশন দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার সাধাঃ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, মিশন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, প্রকৌশলী শেখ তৈহিদুর রহমান বাবলু, মোঃ কামরুজ্জামান রাসেল, শিক্ষা হাফেজ মোঃ ইব্রাহীম হোসেন,নবীন হাফেজ মোঃ পারভেজ হোসেন,হাফেজ মোঃ হাসান আল বান্না, হাফেজ সোহান হুসেইন নাইম,হাফেজ মোঃ ইমরান নাইম,হাফেজ মোঃ নাঈমুজ্জামান,হাফেজ মোঃ মনজুরুল ইসলাম,হাফেজ মোঃ আব্দুর রহমান,মুনাইম বিল্লাহ,এতিমখানার তত্ত্বাবধানে হিফজুল কোরআন বিভাগ হতে হিফজুল কোরআন কোর্স সম্পন্ন ৮ জন হাফেজকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান করা হয়। এর পূর্বে নবীন হাফেজদের কন্ঠ থেকে পবিত্র কোরআন তেলাওয়াত করানো হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি আকতারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com