দৃষ্টিপাত রিপোর্ট ॥ দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। আর মাত্রকয়েক দিন, আর তাই ঘরের ফেরারদুর্দান্তযাত্রায় ঘরমুখো মানুষগুলো, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসাহ অন্যান্য জেলায় কর্মরত মানুষগুলো নাড়ীর টানে ঘরে ফিরছে। বিশেষ ভাবে লক্ষনীয় ঘরের ফেরার সব ধরনের ঝক্কি ঝামেলা নিমিষেই বরনকরে নিচ্ছেন পরিবারের সান্নিধ্যে আসা কর্মজীবী জনগোষ্ঠী। বছরের একটি বিশেষ দিন, বিশেষ আনন্দ, উৎসব আর তাই সকলের প্রত্যাশা প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া। কোন কোন ক্ষেত্রে বন্ধুর যাত্রা কষ্ট ও কম নয়,এক বাড়ী হতে অন্য বাড়ী, ট্রেন যাত্রা তারপর গাড়ী শেষ সময়ে গ্রামের আকাবাকা মেঠো পথ ধরে ভ্যানগাড়ী, ইজিবাইক আর মোটরসাইকেল যাত্রা আবার কোনকোন ক্ষেত্রে পদব্রজ অর্থাৎ গ্রামীন পথ পায়ে হেটে বাড়ী ফেরা। সাতক্ষীরার বাস্তবতায় জেলা শহরের রাজধানী হতেনিজ জেলায় আগমন স্থান ৎঢাকা কেন্দ্রীক কাউন্টার গুলোতে উপচে পড়া ভিড়। প্রতিটা পরিবহনে চেপে ঢাকা হতে আসছে যাত্রীরা। এদেরকে অর্ভ্যর্থনা আর বরন করতে পরিবারের সদস্যরা কাউন্টারে উপস্থিত। প্রতিটি পরিবহনে থামলেই ঘরে ফেরা মানুষ যেমন নামছে অনুরুপ ভাবে ভ্যান, ইজিবাইক সহ অন্যান্য বাহনের চালকরা যাত্রীদের নিজনিজ যানে নিতে তৎপর। দরদম মিটিয়ে আবার বাহন চালক এমনও বলছে যে যা ইচ্ছা দিয়েন আমার গাড়ীতে উঠেন। জেলা শহরের পাশাপাশি কলারোয়া, পাটকেলঘাটা, লাবসা, পারুলিয়া, কুলিয়া, সখিপুর, নলতা, কালিগঞ্জ, বংশীপুর,শ্যামনগর শেষ প্রান্তের বেটখালী সর্বত্র পরিবহন ভর্তি যাত্রীরা নামছে। যাত্রা পথের কোন ধরনের ক্লান্তি আগতদের চোখে মুখে নেই। গত দুইদিন ঢাকা হতে আগত পরিবহন এবং আগত যাত্রী সাধারনের সাথে কথা বলে ও সমাগ্রীক পরিস্থিতি অনুধাবন করে এটাই বলা যায় সারারাতই পরিবহন আসছে দিন রাত এমনকি গভীর রাত পর্যন্ত গ্রামীন জনপথগুলো কর্মব্যস্ত, ঢাকা সহ বিভিন্ন এলাকা হতে আগতদের পদভারে প্রাণফিরে পেয়েছে গ্রাম। কেউবা দাদার বাড়ী, নানারবাড়ী আবার নিজ বাড়ীতে মা বাবার কাছে আসছে। গ্রামীন অর্থনীতিতে সুবাতাস ও বইছে। বিত্তবানরা গ্রামের দুঃস্থ অসহায় ও গরবীদেরকে জাকাত ফেতরা সহ বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করে চলেছে। ঈদ উৎসব বলে কথা নতুন পোষাক সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী নিয়ে ফিরছে। ঢাকায় কেনাকাটা করতে যেয়ে গাড়ী ধরতে না পারাদের একটি বড় অংশ সাতক্ষীরা শহরে নেমে প্রয়োজনীয় বাকি থাকা শেষমুহুর্তের কেনাকাটা করছে। রাজধানী থেকে ছেড়ে আসা পরিবহন গুলোর অধিকাংশ পদ্মা সেতু দিয়ে আসছে। পাশাপাশি আরিচা ঘাট দিয়েও পরিবহনে আসছে। সাতক্ষীলার বিপুল সখ্যক মানুষ রাজধানী ঢাকায় বসবাস করে তার বড় উদহারন হিসেবে দৃশ্যমান হচেপ্ছ আগত পরিবহনগুলো। প্রতিটি পরিবহনে উপচে পড়া ভিড়। সিটের বাইরেও টুল, মোড়া বেঞ্চ দিয়ে আসন সৃষ্টি করে তাতে যাত্রীরা আসছে। আগত ঘরমুখো মানুষদের সাথে কথা বলে জানাগেছে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তি। তবে যানজট বিদ্যমান,কোন কোন ক্ষেত্রে এক শ্রেনির পরিবহন কাউন্টারে কর্মরত টিকিট বিক্রেতারা যাত্রীদের সাথে প্রতারনা করছে এমন অভিযোগ করছেন যাত্রীরা এক গাড়ীর টিকিট বিক্রি করা হলেও কোন কোন ক্ষেত্রে সেই গাড়ীর নির্দিষ্ট সময় পরিবর্তে দীর্ঘ সময় পর ছাড়চে আবার টিকিট জালিয়াতির ঘটনাও ঘটচে টিকিটে যে আসন না দেওয়া হয়েছে পরিবহনে উঠে দেখা যাচ্ছে একই আসন একাধিক যাত্রীর কাছে বিক্রি করা হয়েছে। সড়ক ও মহাসড়ক গুলোতে পরিপূর্ণ ুিনরাপত্তা বিদ্যমান। কোন ধরনের বিশৃঙ্খলা নেই এককথা এবারের ঈদ যাত্রা সুখের যাত্রা, ট্রেনের টিকিটবিক্রিতে গতিও স্বচ্ছতা ফিরেছে। ঘরে বসেই অনলাইনে টিকিটিসংগ্রহ করা যাচ্ছে। সড়ক, ট্রেন পথের পাশাপাশি সাতক্ষীরার ঘরে ফেরা মানুষঘুলোর উল্লেখযোগ্য সংখ্যক বিমান যোগেফিরছে, যশোর বিমান বন্দর হতে যারযার গন্তব্যে পৌছাছে। সাতক্ষীরায় নৌপথ না থাকলেও খুলনা হতে বিপুল সংখ্যক যাত্রী আশাশুনি ও শ্যামনগরে নৌ পথে আসছে। সুখেরযাত্রা হলেও পরিবহনগুলো ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করছে কোন কোন ক্ষেত্রে বার/তেরশত টাকাও প্রতিটি আসনের বিপরীতে নেওয়া হচ্ছে। গতকালের যাত্রায় ুিবশেষ স্বস্তি থাকায় কথা জানালেন যাত্রীরা। গত কয়েকুিদন যাবৎ তাপদাহেঅতিষ্ট ছিল জনজীবন,কিন্তু গতকালের বৃষ্টিপাত আবহাওয়া শীতল করায় যাত্রাতেও স্বস্তি ছিল সর্বাধিক। অপেক্ষা প্রহর, আর সব ধরনের বিড়ম্বনা শেষে মাটির টানে রক্তের টানে ধরে ফেরার মানুষগুলোর ও তাদের পরিবার পরজনের আনন্দ সত্যিই অনন্য অসাধারন, এমন হাসিখুশি, আনন্দ, উৎসব সারা বছরই জাগ্রত থাকুক।