স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘ তাপদাহের পর গতকাল সকালে সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টিপাতের দেখা পেয়েছে জনজীবন। তবে এই বৃষ্টিপাত কেবলই বৃষ্টি ছিল না শিলা বৃষ্টি নেমেছে সাতক্ষীরায়। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল আটটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় সর্বত্র অন্ধকারাচ্ছন্ন পরিবেশের উপস্থিতি ঘটে। মুহুর মুহুর বজ্রপাত আর ঠান্ডা হাওয়া বইতে থাকে তার কিছুক্ষনের মধ্যে শুরু হয় বৃষ্টিপাত, এরপর বৃষ্টির সাথে শিলা বৃষ্টি,ক্ষুদ্রাংশ বরফ খন্ড পড়তে থাকে। টিনের চালে গুড় গুড় শব্দহতে থাকে। শিলার আঘাতে গাছে থাকা আম ও পড়তে দেখা যায়। কোন কোন এলাকায় সড়কে ও বাড়ীর ছাদে অগনিত শিলা পড়ে থাকতে দেখা যায়। বৃষ্টিপাতের সাথে শিলা বৃষ্টি হওয়ায় উঠতি ফসলের জন্য কিছুটা ক্ষতির কারন বলছেন কৃষকরা। এবং আম সহ রবিশষ্যের ও সবজির জন্যও এই শিলা বৃষ্টি সুখের নয়। দীর্ঘ তপ্ত আবহাওয়া, লু হাওয়া আর ভ্যাপসা গরমে জনজীবন যখন ওষ্ঠাগত তখন এই বৃষ্টি কিছুটা হলে জনমনে স্বস্তি এনেছে খোজ নিয়ে জানাগেছে গতকালের বৃষ্টিপাত জেলার সর্বত্র হইনি। জেলা শহরে তালা কলারোয়ার কিছু অংশে আশাশুনি ও দেশটির কোনকোন এলাকায় এই বৃষ্টিপাত হয়। কালিগঞ্জ, শ্যামনগর ও কোন কোন অংশে বৃষ্টি নামে। আধাঘন্টার স্থায়ী বৃষ্টিপাতের পূর্বে সর্বত্র অন্ধকার আর বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর কারনে জনমনে ভিতির সঞ্চার হয়। সকাল নয়টার দিকে যথারিতী সূর্যের দেখা মেলে। সকাল এগারটার দিকে আবারও বৃষ্টিপাত শুরু হয় তবে এক্ষেত্রে কেবল বৃষ্টি শিলা বৃষ্টি ছিল না দিকে এগারটার দিকে শুরু হওয়া বৃষ্টিপাত জেলার সর্বত্র কমবেশী দেখাযায়। দীর্ঘ সময় যাবৎ খরা, বৃষ্টিহীনতা সেই সাথে রোজাদারদের জন্য বিশেষ আর্শীবাদ হিসেবে দেখা দেয় বৃষ্টিপাত