বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্রদের মাঝে ভ্যান, গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল ৮ এপ্রিল সোমবার বেলা ১২ টায় শ্যামনগর আল-খিদমাহ ফাউন্ডেশনের আয়োজনে স্বাবলম্বীকরণের প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ জনকে ভ্যান, ৪ জনকে গরু, ৫ জনকে ছাগল ও ৩ জনকে মুদি দোকানের মালামাল প্রদান করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে আল-খিদমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও প্রতিবন্ধী ভ্যান চালকদের হাতে ভ্যানের চাবি তুলে দেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিবুল আলম, উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, আল-খিদমাহ ফাউন্ডেশনে উপদেষ্টা সদস্য আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, আনিসুজ্জামান আনিস, ডাঃ গ ম আব্দুস সালাম, মুফতি শহীদুল্লাহ, হাফেজ ডাঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।