শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিষ্ণুপুর শেষ মুহূর্তে জামে উঠেছে ঈদের কেনা কাটা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তে জামে উঠেছে ঈদের কেনাকাটা। তীব্র গরম উপেক্ষা করে ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। পরিবারের সবাই নতুন সাজে সাজাতে কাপড়ের দোকান থেকে শুরু করে জুতাসহ কসমেটিক দোকানে কেনাকাটায় ব্যস্ত সবাই। ক্রেতা আকর্ষণে নতুন ডিজাইনের নানা পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারাও। তবে এবার পোশাকের দাম বেশি বলে দাবি ক্রেতাদের। ছেলেদের পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবির পাশাপশি গুরুত্ব পেয়েছে ভারতীয় ও থাই শার্ট-প্যান্ট। এবার আগানুর, মারিয়াবি, ছাদা বাহার, জামাল কুদু থ্রি-পিসসহ বাহারি নামের পোশাকের দিকে আগ্রহ তরুণীদের। বিষ্ণুপুর বাজারের শাড়ির দোকান গুলোতেও ভিড় দেখা গেছে। মেয়েদের পোশাক কেনার পাশাপাশি অনেকেই কিনছেন পছন্দের গহনা ও প্রসাধনী। ছোটদের কেনাকাটায়ও পিছিয়ে নেই অভিভাবকরা। ঈদ উপলক্ষে আতর, টুপি ও জায়নামাজের সঙ্গে স্মার্টফোন কেনার চাহিদাও বেড়েছে। গতকাল সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় বিষ্ণুপুর, বাজারে আহ্ছানিয়া বস্ত্রলয়, আল মদিনা শপিং সেন্টার, সম্রাট সুজ, ভ্যারাইটিস কর্নার, মার্কেট, গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com