পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও হিউম্যান কন্সার্ণডন ও সমাজ সেবা অধিদপ্তরের বাস্তবায়নে। অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং, দর্জি বিজ্ঞান এবং এমব্রয়ডারি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের অধীনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্ব অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। স্বাগত বক্তব্য ও সার্বিক বিষয়ে পরিচালনা করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। উলেখ্যঃ ৩টি ট্রেডে মোট ৬০জন এ প্রশিক্ষণের আওতায় আসবে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা দপ্তর।