বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক আজারুল ইসলাম প্রমুখ।