দেবহাটা অফিস ॥ দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র সমিতি মেধাবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সম্বর্ধনা জানালো। ঈদ পূর্ববর্তি বিদ্যালয় মিলনায়তনে উক্ত সম্বর্ধনা আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দেবহাটার কৃতিসন্তান পিপিএিম বার পদক প্রাপ্ত পুলিশ অফিসার মো: কাওছার আহমেদ, আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান সমিতির সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ ও বিশ্ববিদ্যালয় সমন্বয়কারী আপেল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও কুয়েটের ডেপুটি রেজিষ্ট্রার আব্দুর রহমান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা: আঃ লতিফ, প্রধান শিক্ষক মোদনমোহন পাল, সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ঢাকা আহাছানিয়া মিশনের ইকবাল মাসুদ, আ’লীগ নেতা আনোয়ারুল হক, বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী সৈয়দ আকবর আলী, আ: হান্নান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদী হাসান, রুহিনা আক্তার হেনা, শাকিল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে ত্রিশজন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।