দেবহাটা অফিস ॥ উৎসব উচ্ছ্বাস আর আনন্দ ঝলমলে পরিবেশে দেবহাটা উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) অনুষ্ঠানে অংশ নিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক পত্নী জেসমিন জাহান। আনন্দ আয়োজনে জেলা প্রশাসক দম্পত্তিকে স্বাগত জানান দেবহাটা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান ও তার পত্নী। তিনি পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ও মনোজ্ঞ সংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। এর পূর্বে সকালে দেবহাটার ঐতিহাসিক বন বিবি তলায় বসে নববর্ষ পালনের আনন্দময়ী অনুষ্ঠান। সকালে নববর্ষের সুসজ্জিত র্যালী, মঙ্গলশোভা যাত্রা ছিল চমৎকার। বন বিবি তলায় বর্ষবরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি), দীপারানী সরকার, দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন, আ’লীগ সাধারন সম্পাদকমনিরুজ্জামান, যুগ্মসম্পাদকশেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন সহ উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী। বিপুল সংখ্যক জন মানুষের উপস্থিতি ঘটে বর্ষ বরন আয়োজনে।