স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়াবীদ ও সংগঠক এসোসিয়েশন ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়াবীদ ও সংগঠক এসোসিয়েশনর আয়োজনে শনিবার রাত ৮ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে আন্তর্জাতিক ক্রীড়াবীদ ও সংগঠক এসোসিয়েশনের সভাপতি তৈয়ব হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক মোঃ আশরাফুজামান আশু, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য লাইলা পারভিন সেঁজুতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়া সংগঠক শেখ নিজাম উদ্দিন, আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক এসোসিয়েশনের সাধাঃ সম্পাদক ইবাদুল হক খান সহ বাংলাদেশের স্বনামধন্য খেলোয়াড়বৃন্দ। বক্তারা বলেন,সাতক্ষীরা জেলা শিক্ষা, সংস্কৃতি,খেলাধুলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনপদ। এখানে জন্ম হয়েছে বহু জ্ঞানী,গুণী ও মনিষীর। তৎকালীন উপমহাদেশের রাজধানী কোলকাতার নিকটতম জনপদ হিসেবে এসব ক্ষেত্রে সমৃদ্ধি অনেক আগে থেকেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল ডিসিপ্লেনেই সাতক্ষীরার খেলোয়াড় ও সংগঠকদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পদচারনা রয়েছে। এসোসিয়েশনের মধ্যে ক্রীড়াবীদ ও সংগঠকদের মধ্যে বন্ধুত্ব-ভ্রাতৃত্ববোধ, পারিস্পারিক সহযোগিতা-সহমর্মিতা তৈরি হয়েছে। তরুণ-নবীন খেলোয়াড় তৈরিতে সহায়তা করছে। শুধু তাই নয় এসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখছে। সাতক্ষীরা থেকে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে প্রাক্তন ও বর্তমান ৯০ জন ক্রীড়া খেলোয়াড় রয়েছে। উল্লেখ্য সাতক্ষীরা জেলার যে সকল ক্রীড়াবিদ ও সংগঠক বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব তথা বিভিন্ন খেলায় অংশগ্রহণ কারীদের নিয়ে ২০১৬ সালে এ এসোসিয়েশন গঠন করা হয়েছিল।