স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলার কৃতি সন্তান নারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শনিবার দুপুরে জেলা প্রশাসকের বাংলো মিলনায়তনে জেলা প্রশাসক পত্নি ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসমিন জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভানেত্রী ও অতিঃ জেলা প্রশাসক রাজস্ব পত্নি জেসমিন নাহার, এড. ফরিদা আক্তার বানু,সাধাঃ সম্পাদক ফারহা দিবা খান সাথী। উপস্থিত ছিলেন,সহ সভানেত্রী মাহিনুর আক্তার টুম্পা,মোহসেনা বেগম,সদস্য ইসমোতারা, মমতাজ খাতুন মিরা,মারুফা আক্তার সপ্না,জেলার কৃতি সন্তান নারী খেলোয়াড়র সাবিনা খাতুন,মাসুরা পারভীন,শিরিন আক্তার,আফরা খন্দকার প্রাপ্তি,আফঈদা খন্দকার প্রান্তি, সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক পত্নি ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসমিন জাহান বলেন,বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সকল খেলায় সাতক্ষীরা সন্তানদের অবস্থান সবাই শীর্ষে।আমাদের সাতক্ষীরার গর্ব এই কৃতি খেলোয়াড়রা। তারা অত্যন্ত পরিশ্রম করে এমন সম্মানের স্থানে পৌঁছেছে। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ তথা সাতক্ষীরা কে বিশ্বের মাঝে পরিচিত করেছে। সম্বর্ধনা প্রদানের ফলে অভিভাবকরা আরো উৎসাহিত হবে। এতে নতুন খেলোয়াড় তৈরি হবে। জেলা মহিলা ক্রীড়া সংস্থা সবসময় তোমাদের পাশে থাকবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধাঃ সম্পাদক জেসমিন আক্তার।