এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৭ এপ্রিল ২০২৪ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ এপ্রিল বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হুদা, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ অহিদ মুরাদ, উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।