মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস,অতিঃ পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিডি কৃষিবীদ সাইফুল ইসলাম, অতিঃ জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ মইনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড শিহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধাঃ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, জেলা সমাজসেবার ডিডি সন্তোষ কুমার নাথ, ডাঃ জয়ন্ত কুমার সরকার, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পূর্বে এই দিনে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছিল স্বাধীন বাংলা অস্থায়ী সরকার। স্বাধীন বাংলার ইতিহাসে এটি মুজিবনগর সরকার এবং বাংলাদেশের অস্থায়ী রাজধানী বলা হয়। বাংলাদেশের ইতিহাসে ১৭ই এপ্রিল একটি অবিস্মরণীয় দিন। মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে মুক্তিযোদ্ধার প্রাতিষ্ঠানিক রূপ নেয়। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে। বাংলাদেশ স্বাধীনের জন্য মুজিবনগর সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ সরোয়ার হোসেন।