শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলায় জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মোঃ মশিউর রহমান বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদরের আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু। গতকাল দুপুরে ঢাকা বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় মনোনয়ন পত্র মশিউর রহমান বাবুর হাতে তুলে দেন। সদর উপজেলার সাবেক সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমান হবির পুত্র মশিউর রহমান বাবু বিভিন্ন সমাজে কর্মকান্ডের মাধ্যমে নিজেকে পরিচিত করেছেন। তিনি ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ,শুভেচ্ছা পোষ্টার লাগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে সদর উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের সাধারণ মানুষ ও মশিউর রহমান বাবুর পক্ষে মাঠে নেমেছেন। শুধু তাই নয় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলা ও উপজেলা জাতীয় পার্টি সহ সব ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মশিউর রহমান বাবুর তারুণ্যের গণজোয়ার ও তাঁর বিশাল কর্মীবাহিনীর প্রচার প্রচারণায় বলে দিচ্ছে জনপ্রিয়তায় তিনি শীর্ষে রয়েছেন। স্থানীয় ভোটাররা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু ক্লিন ইমেজের মানুষ। তিনি উপজেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে পারলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারবে। শুধু তাই নয় ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন উপজেলা গঠনে সহায় হোক হিসেবে কাজ করবে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য নির্বাচন আসছি। কোন জন প্রতিনিধি না হয়েও আমি মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। দলের পরিচয় বড় কথা নয়, আমরা সকলেই সাতক্ষীরা সদর উপজেলার মানুষ। আমরা সকলেই একটি পরিবারের লোকজন। তিনি আরো বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমার পিতা সাবেক সংসদ সদস্য প্রায়ত হাবিবুর রহমান হবি সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। পিতার পথ অনুসরন করে চলতে চাই। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ আমাকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com