পাটকেলঘাটা প্রতিনিধি ॥ গতকাল পাটকেলঘাটা কুমিরা ইউনিয়নের চারাবটতলা নামক স্থান থেকে ষাটোর্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করে হয়েছে। মৃত ব্যক্তির নাম- হারান ঘোষ(৬২)। সে তেরছি গ্রামের মৃত পুলিন চন্দ্র ঘোষের পুত্র। স্থানীয়রা জানান, ধান ক্ষেতে এক বৃদ্ধ কে মৃত অবস্থায় দেখতে পেয়ে এলাকা বাসি সেখানে যান এবং সাথে সাথে পাটকেলঘাটা থানা পুলিশের কাছে জানান।মৃত হারান ঘোষের কাছে একটি ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের ভিতর কিছু খাদ্য পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্ট্রিক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিল্পব কুমার নাথ জানান, লাশটি পরিচয় পাওয়া গেছে। সে তেরছি গ্রামের মৃত পুলিন চন্দ্র ঘোষের পুত্র। সে একজন মস্তিষ্ক বিকৃত লোক বলে পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।