নগরঘাটা প্রতিনিধি ঃ তালার নগরঘাটায় এলজিইডির রাস্তা সংস্কারের জন্য খুড়ে রাখা রেলিংয়ের ইট রাতের আঁধারে হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক রাস্তার ইট উদ্ধারের জন্য জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে সাতক্ষীরা খুলনা মহাসড়কের ত্রিশমাইল মোড় থেকে চৌরাস্তার অভিমূখে এলজিইডি রাস্তাটি সম্প্রতি সংস্কারের কাজ ধীর গতিমনা। এই সুযোগে এলাকার একশ্রেনীর স্বার্থান্বেসী মহল কর্তৃক রাস্তার দুই ধারে খাড়ি করে রাখা রেলিংয়ের ইট রাতের আঁধারে হরিলুট করে নিয়ে যাচ্ছে। এমনি একজন ব্যক্তি যিনি নগরঘাটা কালিবাড়ী গ্রামের মোঃ হযরত আলী মাষ্টারের ছেলে মোঃ মোখলেছুর রহমান। তিনি এলজিইডি রাস্তার ইট নিয়ে পাচালির বেজের ভিতর দিয়ে ঢালায় করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে এ সংক্রান্ত বিষয় নিয়ে এলাকাবাসী তাকে বহুবার নিষেধ করা সর্ত্বেও তিনি তাদের কথায় কোন কর্ণপাত না করে অজ্ঞাত শক্তির জোরে সরকারী ইট ব্যবহার করেছে বলে জানাযায়। এ ব্যপারে কথা হয় মোঃ মোখলেছুর রহমানের সাথে তিনি জানান সরকারী ইট নিয়েছি যদি চাই তাহলে বাড়ী থেকে এনে দিয়ে দিবো। এছাড়া কথা হয় ঠিকাদার তপন চক্রবর্তীর সাথে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান আমি বিকালে এসে আপনার সাথে কথা বলবো। এমতাবস্থায় সচেতন এলাকাবাসী উক্ত এলজিইডি রাস্তার ইট উদ্ধারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।