মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্হানীয় সুধী সমাজের সহিত জনসচেতনতামুলুক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সুশীলন টাইগার পয়েন্টে শ্যামনগর থানা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানুজ্জামান বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), খুলনা রেঞ্জ খুলনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো নাজিবুল আলম, এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা সাতক্ষীরা রেঞ্জ। নীলডুমুর ১৭ বিজিপির সহকারি পরিচালক শাহ খালিদ ইমাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, শেখ আফজালুর রহমান, গাজী আল ইমরান, টুরিস্ট পুলিশ ইনচার্জ হিলাল উদ্দিন, কোস্টগাট প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কেএম জাফরুল আলম বাবু, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, রমজান নগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, সহ সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন স্টেশনের কর্মকর্তাগন।