বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার পরানপুরে বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় সনাতন ধর্ম সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি কৈখালী সনাতনী ও এলাকাবাসীর আয়োজনে পরানপুর বাজারের পূর্ব পাশে শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গনে ধর্ম সভা উপলক্ষ্য করে সন্ধ্যার সাথে সাথে বিভিন্ন রকমারী দোকান-পাঠে এক মিলন মেলার রুপ নেয়। রাতে অনুষ্ঠিত হওয়া ধর্ম সভা সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। পুরুষদের সাথে সাথে নারীদেরও উপস্তিতি ছিল লক্ষণীয়। উক্ত অনুষ্ঠানে কৈখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পবিত্র কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল গনি, এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি সহ নেতৃবৃন্দ।