বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় অত্র উপজেলায় একযোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতাই গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদের সুফলভোগী পরিবারের সদস্য, ও খামারিবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সৌরভ মল্লিক এর সভাপতিত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, প্রানিসম্পদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। সহকারী প্রাণীর সম্পদ কর্মকর্তা আলহাজ্ব মোঃ মাহবুবুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ বিপ্লবজিৎ কর্মকার, জনতা ব্যাংক শ্যামনগর শাখা ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান, সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আহসান হাবীব, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সৈয়দ রাফজান জানী, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।