এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১০০ জন কৃষকদের মাঝে কৃষক প্রতি বিনামূল্যে ১ কেজি করে পাটের বীজ ও আউশ ধানের জন্য ২০০ জন কৃষকের মাঝে কৃষক প্রতি ৫ কেজি ধান, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে সর্বমোট ৩০০ কৃষকের মাঝে বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী কৃষক পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের অর্থনীতি কৃষকদের অবদান সবচেয়ে বেশি। বর্তমান সরকার কৃষক ও কৃষিতে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তিনি প্রধানমন্ত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাজী আব্দুস সালাম, নূরনগর প্যানেল চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।