তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় ক্যান্সার, কিডনী লিভার, সিরোসিস, স্টোকে প্রারালাইজড, জম্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত ২৫ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১২ লাখ টাকার চেক বিতারণ করা হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক উপ-সচিব মো. আব্দুর রহমান। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।