স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত হল কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের আলী বিশ্বাসের পুত্র মাদক ব্যবসায়ী আজহারুল (৪০)। র্যাব সূত্রে জানাগেছে, গতকাল বিপুল পরিমান মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজ বাড়িতে অবস্থান করিতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল আসামীকে আটক করে। আটককৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর পূর্বক মামলা করা হয়েছে। সাতক্ষীরা র্যাব-৬ সিপিসি-১ কোম্পানী কমান্ডার এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।