গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি ॥ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গভীর জঙ্গলে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু (৩৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের লতাবেড়ী খালের পাড়ের জঙ্গলে এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশ লোকালয়ে ফেরৎ আনা হয়েছে। নিহত মৌয়াল মনিরুজ্জামান গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজির ছেলে। সঙ্গী মৌয়াল মোঃ মাকছুদুল আলম জানান ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেসন থেকে মধু আহরণের জন্য পারমিট নিয়ে ৬ জনের একটি দল সুন্দরবনে প্রবেশ করেন। ১৯ শে এপ্রিল শুক্রবার সকালে লতাবেড়ি এলাকায় বনের গহীনে মধু খোঁজার জন্য হাঁটতে থাকলে হঠাৎ বাঘ পিছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে ঘাড় কামড়িয়ে ধরে। সতীর্থ মাওয়ালরা টের পেয়ে চিৎকার চেচামেচি করলে বাঘ চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ততক্ষনাৎ মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যু ঘটে। শনিবার সকালে লাশবাহী মৌয়াল নৌকা স্টেশনে ফিরে আসে। পরে লোকালয়ে আনা হয়। নিহত বাচ্চু গাজী ৯ নং সোরা গ্রামে মোঃ বিল্লাল কয়ালের নৌকার মৌয়াল সঙ্গী। পরিবারে স্ত্রীসহ তার ৪ ছেলে মেয়ে রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমেছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের বনকর্মকর্তা নুর আলম জানান ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মনিরুজ্জামানসহ তার সফরসঙ্গীরা মধু আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেন। শুক্রবার নতাবেড়ি এলাকায় বাঘের আক্রমণে নিহত হন মনিরুজ্জামান বাচ্চু। শনিবার সকালে বনবিভাগ বিষয়টি জানতে পারে। লাশ পরিবারের কাছে পাঠানো হয়েছে।