আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুল হলরুমে বিরতিহীন ভাবে ২২১ জন ভোটারের মধ্যে ১৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পোলকৃত ভোটের মধ্যে অভিভাবক সদস্য পদে গৌর চন্দ্র গাইন চেয়ার প্রতিকে ১১২ ভোট পেয়ে প্রথম, মইনুল হোসেন দোয়াত কলম প্রতিকে ১০৮ ভোট পেয়ে দ্বিতীয়, শেখ খায়রুল ইসলাম বই প্রতিক নিয়ে এবং রনি আক্তার টেলিভিশন প্রতিক নিয়ে ১০৩ ভোট পেয়ে তৃতীয় এবং চতুর্থ স্থান লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তপন কুমার সরকার মোরগ প্রতিক নিয়ে ২৭ ভোট, জিয়াউর রহমান হরিণ প্রতিক নিয়ে ২১ ভোট, আনিছুর রহমান গাজী মাছ প্রতিক নিয়ে ১৯ ভোট, শেখ শহীদ হোসেন আনারস প্রতিক নিয়ে ১২ ভোট, রনজিত কুমার মন্ডল ফুটবল প্রতিকে ৯ ভোট, শংকর সরকার ছাতা প্রতীকে ৮ ভোট, আনিছুর রহমান কলস প্রতিকে ৭ ভোট এবং অরুণ কুমার মন্ডল আম প্রতিক নিয়ে পান ৫ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা অভিভাবক সদস্য পদে হালিমা খাতুন, দাতা সদস্য পদে সারোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি পদে সমীতোষ কুমার, শফিকুল ইসলাম ও অলোকা মন্ডল নির্বাচিত হন।