খুলনা প্রতিনিধি ॥ বটিয়াঘাটা থানা পুলিশ ও র্যাবের ১০ কেরানীগঞ্জ ঢাকায় যৌথ অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল বটিয়াঘাটা থানার তলাপাড়া গ্রামের আতিয়ার রহমান আকুঞ্জি পুত্র মো: হাসানুর রহমান আকুঞ্জি ওরফে হাসান আকুঞ্জি ওরফে মো: আবুল কালাম আকুঞ্জি ওরফে আবুল হাসান আকুঞ্জি, বটিয়াঘাটা থানার হুগলাডাঙ্গা গ্রামের মুন্না, একই থানার হুগলাডাঙ্গা গ্রামের ইলিয়াসের পুত্র রিপন, তেতুলতলা গ্রামের মিন্টু মন্ডলের পুত্র সঞ্জয় মন্ডল, হাতবাটি গ্রামের কাশেম গাজীর পুত্র বিল্লাল গাজী। পুলিশ সুত্রে জানাগেছে, গত রবিবার রাতে ঢাকা বাড্ডা এলাকায় বটিয়াঘাটা থানা পুলিশের একটি টিম ও র্যাব-১০ কেরানী গঞ্জের একটি টিম যৌথ অভিযান চালায়। এসময় সাজাপ্রাপ্ত আসামী আবুল হাসান আকুঞ্জি কে গ্রেফতার করে। একই দিনে একই রাতে বটিয়াঘাটা থানা পুলিশের একটি টিম বটিয়াঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত আসামী মুন্না, রিপন, সঞ্জয়মন্ডল, বিল্লাল গাজীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।